শিরোনাম
◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরেনি

এম এইচ বাচ্চু : নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরেনি। মাঝখানে কিছুপণ্যের দাম কমলেও আবার বেড়েছে। বন্যার অজুহাতে বেড়েছে অনেক পণ্যের দাম। চাল, পেঁয়াজ ও আলু বেশি দামেই বিক্রি হচ্ছে। আলুর দাম ৫ টাকা কমলেও আবার ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ১০ টাকা কমলেও আবার ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। ভালো মানের মোটা চালে ৩ টাকা কমলেও এখন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর ও কারওয়ান বাজারসহ ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতা ও ক্রতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মানভেদে কেজিপ্রতি বেগুন ৬০ থেকে ৭০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়শ, চিচিঙ্গা, পটল, ধুন্দল, পেঁপে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১২০ টাকা এবং দেশি গাজর ৬০ টাকা। লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ৬০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এছাড়া বাজারগুলোতে লাল শাক ১০-১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০-৫০ টাকা, মূলা শাক ১৫ টাকা, পালংশাক ১৫ থেকে ২০ টাকা, কলমি  শাক ১০ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২২০ থেকে ২৩০ টাকা এবং দেশি মুরগি ৫০০ টাকা থেকে ৫৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। ডিম ডজন প্রতি ১৫০ থেকে ১ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে রয়েছে দামের তারতম্য।

বাজারে গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৭৫০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংস কেজি প্রতি ১ হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এখন ইলিশের মৌসুম হওয়ায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এক কেজি ওজনের ইলিশ মানভেদে ১২০০ থেকে ১৪০০ টাকা, দেড় কেজি ওজনের রুই মাছ প্রতিকেজি ৩৪০ থেকে ৩৫০ টাকায়, আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে প্রতি কেজি পাঙ্গাশ সাইজভেদে ১৮০ থেকে ২০০ টাকায় এবং তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট ৭২ টাকা, আটাশ চাল ৫৮ টাকা, মোটা চাল ৫৫ টাকায়, লাল বোরোধানের চাল ৯০ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলার চাল ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলার বাজার ঘুরে দেখা গেছে, বতমানে ভারতীয় জিরা কেজিপ্রতি প্রায় ৬৮০ টাকা, শাহী জিরা কেজিপ্রতি এক হাজার ১০ টাকা থেকে এক হাজার ২৫০ টাকা, মিষ্টি জিরা কেজিপ্রতি ২৪০ টাকা, পাঁচফোড়ন কেজিপ্রতি ২০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়