শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২১ জুন, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৪, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচামরিচের কেজি ২৫০ টাকা, দাম বেড়েছে ডিমের, সবজিতেও অস্বস্তি  

মাসুদ আলম: [২] সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে। তবে সব ধরনের সবজির বাজার স্থিতিশীল থাকলেও অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। মানভেদে ২৩০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাচাঁমরিচ। ঈদের আগে কেজি ছিলো ১৫০ টাকা। 

[৩] ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৭০ টাকা যা গত ১৫ দিন আগেও ছিলো ১৫০-১৫৫ টাকা। তবে আলু, পেয়াঁজ, রসুন আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৪] বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের সবজি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শসার কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ও গাজরের কেজি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, আলুর কেজি ৬০ টাকা বিক্রি হচ্ছে। তবে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে কাচাঁমরিচের দাম। 

[৫] ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার  ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হয়েছে। সোনালি মুরগি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। 

[৬] পেঁয়াজের কেজি ৮৫ থেকে ৯০ টাকা, রসুনের কেজি ২২০ থেকে ২৪০ টাকা, আদার দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছে। 

[৭] আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। প্রতি কেজি রুই আকারভেদে ৩৫০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৪০ টাকা, চাষের পাঙাস ২১০ থেকে ২৩০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৪০ টাকা, পাবদা ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

[৮] খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, বাজারে কাচাঁমরিচ সরবরাহ কম। আবার পাইকারি বাজারেই অতিরিক্ত বাড়তি দামে মরিচ কিনতে হচ্ছে। সে কারণে সেই প্রভাব এসে পড়েছে খুচরা বাজারে। এছাড়া ঈদের কারণে শসা, টমেটো ও গাজরের দাম বাড়তি। 

[৯] খিলক্ষেত বাজারে বাজার করতে আসা সিদ্দিকুর রহমান বলেন, আমি রীতিমতো বিস্মিত হয়ে গেছি কাঁচামরিচের দাম শুনে। এক কেজি কাচাঁমরিচ ২৪০ থেকে ২৫০ টাকা। ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে। তারা নিজেদের ইচ্ছেমত দাম বাড়াচ্ছে। তবে মুরগির দাম কিছুটা কমেছে। সম্পাদনা: এম খান

এমএ/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়