শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ জুন, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৪, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচামরিচের কেজি ২৫০ টাকা, দাম বেড়েছে ডিমের, সবজিতেও অস্বস্তি  

মাসুদ আলম: [২] সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে। তবে সব ধরনের সবজির বাজার স্থিতিশীল থাকলেও অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। মানভেদে ২৩০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাচাঁমরিচ। ঈদের আগে কেজি ছিলো ১৫০ টাকা। 

[৩] ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৭০ টাকা যা গত ১৫ দিন আগেও ছিলো ১৫০-১৫৫ টাকা। তবে আলু, পেয়াঁজ, রসুন আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৪] বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের সবজি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শসার কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ও গাজরের কেজি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, আলুর কেজি ৬০ টাকা বিক্রি হচ্ছে। তবে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে কাচাঁমরিচের দাম। 

[৫] ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার  ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হয়েছে। সোনালি মুরগি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। 

[৬] পেঁয়াজের কেজি ৮৫ থেকে ৯০ টাকা, রসুনের কেজি ২২০ থেকে ২৪০ টাকা, আদার দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছে। 

[৭] আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। প্রতি কেজি রুই আকারভেদে ৩৫০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৪০ টাকা, চাষের পাঙাস ২১০ থেকে ২৩০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৪০ টাকা, পাবদা ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

[৮] খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, বাজারে কাচাঁমরিচ সরবরাহ কম। আবার পাইকারি বাজারেই অতিরিক্ত বাড়তি দামে মরিচ কিনতে হচ্ছে। সে কারণে সেই প্রভাব এসে পড়েছে খুচরা বাজারে। এছাড়া ঈদের কারণে শসা, টমেটো ও গাজরের দাম বাড়তি। 

[৯] খিলক্ষেত বাজারে বাজার করতে আসা সিদ্দিকুর রহমান বলেন, আমি রীতিমতো বিস্মিত হয়ে গেছি কাঁচামরিচের দাম শুনে। এক কেজি কাচাঁমরিচ ২৪০ থেকে ২৫০ টাকা। ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে। তারা নিজেদের ইচ্ছেমত দাম বাড়াচ্ছে। তবে মুরগির দাম কিছুটা কমেছে। সম্পাদনা: এম খান

এমএ/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়