মনজুর এ আজিজ: [২] বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আপনারা বিনিয়োগে এগিয়ে আসুন, আপনাদের বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে বাংলাদেশ সফরের সুযোগ গ্রহণ ও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সচক্ষে পরিদর্শন করারও আহবান জানান তিনি।
[৩] বুধবার টোকিও’র জেট্রো সদর দপ্তরের সেমিনার হলে বাংলাদেশ দূতাবাস ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক একটি সেমিনাওে এসব কথা বলেন তিনি। সেমিনারে জাপানি কোম্পানির দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।
[৪] বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বেজা উদ্যোগ গ্রহণ করেছে। ‘বেজা’র অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যবসার পরিবেশ আরো উন্নত করার সদিচ্ছার কথা জানান তিনি।
[৫] জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা বাংলাদেশ সফরের বিষয়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, জাপানি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ রয়েছে।
[৬] বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক চিহারু তাগাওয়া বিএসইজেড-এর কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন। বিএসইজেডে বিনিয়োগকারী কোম্পানি লায়ন কর্পোরেশনও বাংলাদেশে তাদের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে।
[৭] জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বলেন, বৈশ্বিক অস্থির অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি মজবুত রয়েছে এবং বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর জন্য ব্যবসা ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। সেমিনারে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক জাপানি কোম্পানিগুলোকে দূতাবাসের দেওয়া বিভিন্ন সেবা সম্পর্কে তুলে ধরেন। সম্পাদনা: এল আর বাদল
এমএএ/এলআরবি/এনএইচ