শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৪, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারের আমদানি ব্যয় ৫১ শতাংশ কমলেও বিক্রি হচ্ছে আগের দামেই

মনজুর এ আজিজ: [২] ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমার কোনো সুফল পাচ্ছেন না আমাদের কৃষকরা। খাদ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত দেশের বাজারে সারের মূল্য কমানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের।

[৩] রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সারের দর। ২০২২ সালের মাঝামাঝি যা অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। পরিপ্রেক্ষিতে ওই বছরের আগস্টে কেজিতে ৬ টাকা বাড়ায় সরকার। এতে ইউরিয়ার নতুন দাম হয় ২২ টাকা। এপ্রিলে যা আরও ৫ টাকা বাড়ানো হয়। এই দফায় টিএসপি, ডিএপি, এমওপির দামও বৃদ্ধি পায়।

[৪] তবে সুখবর হলো-আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে প্রয়োজনীয় কৃষি উপকরণের দাম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৭ মাসের তুলনায় চলমান বছরে সারের আমদানি ব্যয় কমেছে ৫১ শতাংশ। যদিও তা আগের দামেই কিনতে হচ্ছে। এক কৃষক বলেন, কৃষকের কোনো উপায় নেই। তাই বাধ্যতামূলক বেশি দরেই কিনতে হচ্ছে। 

[৫] কৃষকরা বলছেন, শুধু সার নয়, বীজ, বালাইনাশক ও সেচ খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু সেই হারে বাড়েনি ফসলের দাম। ফলে বিপাকে পড়েছেন তারা। এক কৃষক বলেন, সার, বীজ, কীটনাশক, বিষ-সবকিছুর দাম বেশি। তাতে আমাদের পোষায় না।

[৬] খাদ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত দেশের বাজারে সারের মূল্য কমানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের। তিনি বলেন, সারের উচ্চ মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বাড়তি দামে নিত্যপণ্য কিনতে হওয়ায় নাজেহাল ভোক্তা। তাই সবধরনের সারের দর এখন অর্ধেক কমিয়ে আনা উচিত। অন্তত ২০২২ সালের শুরুতে যেটা ছিল, সেটা পুনঃনির্ধারণ করা দরকার। উল্লেখ্য বর্তমানে ১৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএএ/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়