শিরোনাম
◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫০ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় সরিষাক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া): [২] বগুড়ার নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। থানা পুলিশের ধারণা ৪-৫দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখে যায়।

[৩] থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিনজানি মাঠে সরিষা কাটার সময় স্থানীয় কৃষকরা অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবকের পড়নে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিলো।

[৪] এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, খবর পেয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যেই এ হত্যা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। আশা করি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়