শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে প্রকাশ্যে স্কুলছাত্রকে অপহরণ

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় পান বরজে কাজ করার সময় প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে আব্দুল আমিন (১৫) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করেছে মুখোশধারী সন্ত্রাসীরা।

[৩] গতকাল সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পানবরজে কাজ করার সময় সে অপহরণের শিকার হয়।

[৪] আব্দুল আমিন বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার মোক্তার আহমদের ছেলে এবং মারিশবনিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

[৫] এ ব্যাপারে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, সোমবার সকালে মা-বাবা, ভাই-বোনসহ আব্দুল আমিন পান বরজে কাজ করতে যান। হঠাৎ মুখোশধারী কিছু লোক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আব্দুল আমিনকে নিয়ে গহিন পাহাড়ে দিকে চলে যায়। আশেপাশের আরও কয়েকটি পান বরজ রয়েছে। একদিন পার হলেও সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনও ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি।

[৬] তিনি আরও বলেন, পুলিশের তৎপরতার কারণে কিছু দিন অপহরণ বন্ধ ছিল। এখন আবার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এসব প্রতিরোধে স্থায়ী সমাধান প্রয়োজন।

[৭] এ বিষয়ে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি শুনেছেন। এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবু পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীকে উদ্ধারে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়