মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] আড়াইহাজারে পুলিশ এক ব্যাক্তিকে আটক করে নিয়ে আসার সময় এলাকাবাসী ডাকাত বলে চিৎকার করে পুলিশের উপর হামলা চালিয়েছে। এসময় আটককৃত পাভেল পালিয়ে যায়।
[৩] সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করেন। এতে পুলিশের উপর আক্রমনকারী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে মো. শরিফ (৪০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসময় হামলায় পুলিশের ৭ সদস্যও আহত হয়েছেন। পরে আহত শরিফকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং ৭ পুলিশ সদস্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহত শরীফ ছাড়াও পুলিশ সুফিয়ান ও নাজমুল নামে আরও দুই হামলাকারীকে আটক করে।
[৪] সোমবার (১১ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় এ ঘটনা ঘটে।
[৫] জানা যায়, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম ওয়ারেন্ট আসামি ধরতে ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে বের হয়। এসময় তারা নতুন বান্টি গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির পাশে নম্বরবিহীন লাল-কালো রংয়ের একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পান।
[৬] পরবর্তীতে পুলিশ আলমগীরকে মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় তার ছোট ভাই মোস্তাকিম ওই মোটরসাইকেলটি পাল্লা এলাকার আবুলের ছেলে পাভেলের কাছ থেকে ২৫ হাজার টাকায় কিনেছেন। পরে পুলিশ পাভেলের বাড়িতে গেলে মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। এসময় পাভেলকে আটক করে নিয়ে আসার সময় এ হামলার ঘটনা ঘটে। আটককৃত পাভেল এ সুযোগে পালিয়ে যায়।
[৭] আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস