এইচএম পারভেজ, আখাউড়া: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌরশহরের মসজিদ পাড়ার ইউছুব আলীর ভাড়াটিয়া সজিব মিয়ার লাশ উদ্ধার করা হয়। সজিব মিয়া রাজ শ্রমিকের কাজ করতো। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা।
[৩] নিহতের স্ত্রী জানায়, গত রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারপর স্ত্রী ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙ্গে দেখে তার স্বামী ঘরের তীরের সাথে উড়না প্যাচিয়ে ফাঁসি দিয়েছে।
[৪] আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোবারক আলম বলেন, প্রাথমিক ভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/জেএ