শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাজার এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মনোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণা করেছে আদালত। অভিযুক্ত মনোয়ার হোসেন শিবগঞ্জ উপজেলা বিহার ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মাহফুজার রহমানের ছেলে।
এঘটনায় রায়নগর ইউপির গ্রাম পুলিশ আব্দুস সাত্তার বাদী হয়ে গত শনিবার মামলা করে।
এর আগে গত ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাস্থান মাজার মসজিদের সিঁড়িতে বসে খাবারের জন্য কান্না কাটি করছিল ১০বছরের ঐ শিশুটি। মনোয়ার হোসেন মুন্না নামের ঐ ব্যক্তি শিশুটিকে প্রলোভন দেখিয়ে সাথে করে বিভিন্ন জায়গায় ঘুড়িয়ে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে জঙ্গলের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মনোয়ার হোসেন নিজেই শিশুটিকে চিকিৎসার জন্য রাত ১০টার দিকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়।
কর্তব্যরত চিকিৎসকের সাথে মনোয়ার হোসেনের কথা কাটাকাটি হলে শিশুটিকে ফেলে পালানোর চেষ্টা করলে চিকিৎসক ৯৯৯ এ ফোন করলে বগুড়া সদর থানা পুলিশ মনোয়ার হোসেনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
পরবর্তীতে শনিবার সকালে সদর থানা থেকে আসামি ও শিশুকে শিবগঞ্জ থানায় আনা হয়।
এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।