শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩, ০২:২৭ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আদালতে মামলা

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজারের বাসিন্দা বিবিয়ানা গ্যাস ফিল্ডের গাড়ী চালক শেফন মিয়ার ৮ বছরের শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। 

[৩] এ ঘটনায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষণ মামলা দাযের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

[৪] শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় এলাকায় নানা আলোচনা সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে ধর্ষিতার পিতা অভিযোগ করেন।

[৫] মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই উপজেলার কৈলাশগঞ্জ বাজারের ভাড়াটে বাসিন্দা ও বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে নিয়োজিত গাড়ি চালক পৌর এলাকার শিবপাশা গ্রামের মৃত গৌছ মিয়ার ছেলে শেফন মিয়া বলেন, গত ৩০ আগষ্ট বিকাল ৫টায় তার শিশু কন্যা (৮) অন্যান্য শিশুদের সাথে খেলাধুলার একপর্যায়ে কৈলাশগঞ্জ বাজারের নিকটবর্তী কল্যাণ পুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আবু বক্করের বাড়ির গোয়াল ঘরের সামনে যাওয়া মাত্রই মেয়েটির মুখে চাপা দিয়া ধরিয়া গোয়াল ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির রক্তক্ষরণ হলে তার সৎ মা ও প্রতিবেশীদের বিষয়টি অবহিত করে 0।

[৬] এ বিষয়ে ভিকটিমের পিতা নবীগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। অবশেষে গত ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এতে মামলা দায়ের করেন।

[৭] মামলার প্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জকে তদন্তের নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এসআই বাপ্পু বন্যি সঙ্গীয় পোর্স নিয়ে গত ৭ ডিসেম্বর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেন।

[৮] এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে সবকিছু বলা যাবেনা, তবে অধিকতর তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হবে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়