মাসুদ আলম, মারুফ হাসান: [২] ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ আরও বলেন, যদি মানসিক রোগী না হন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[৩] রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
[৪] এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যায় গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে আদম তমিজী হককে আটক করে। আজ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
[৫] আদম তমিজী হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
[৬] ডিবি জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজী হকের বিরুদ্ধে। এজন্যই তাকে ডিবিতে আনা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব