শিরোনাম
◈ নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা বিএনপি ও এনসিপি! ◈ কলমবিরতি বনাম কাঠামো পরিবর্তন: এনবিআর বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি ◈ অঙ্কনের দারুণ ইনিংস স‌ত্বেও নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে ৭০ রানে হারলো বাংলা‌দেশ  ◈ ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা : বাংলাদেশ ব্যাংক ◈ ইন্টারনেটের দাম কমাচ্ছে সরকার : আসিফ মাহমুদ ◈ ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি (ভিডিও) ◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো ◈ বিদ্যুতের অভাবে বেনাপোল ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে পাসপোর্টধারীরা, বাণিজ্যে অচলাবস্থা!

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩, ০১:৪০ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৩, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে জেলেকে গুলি করে হত্যা

মো.রেজাউল করিম, শ্রীনগর (মুন্সিগঞ্জ): [২] বিনা টাকায় মা ইলিশ না দেওয়ায় শ্রীনগরে পদ্মার চরে এক জেলেকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

[৩] রোববার রাতে শ্রীনগর উপজেলার নুরু বয়াতির চরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত যুবকের নাম রুবেল। সে পাশ্ববর্তী লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে।

[৪] ঘটনার পর থেকে  ঘাতক রিয়াদ পলাতক রয়েছে। সে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও গ্রামের খোকন মেম্বারের ছেলে। স্থানীয় বারেক ও লোকমান জানান, খোকন মেম্বারের ছেলে রিয়াদ মাঝে মধ্যে পদ্মার চরে এসে জেলেদের কাছ থেকে  জোর ইলিশ মাছ নিয়ে যায়। এর আগে শনিবার বিকেলে খোকন সহ ৪/৫ যুবক ২ বস্তা মা ইলিশ বিনা টাকায় নিতে চায়। এতে জেলেদের সাথে তাদের হাতাহাতি হয়। 

[৫] এ ঘটনাকে কেন্দ্র করে রাতে রিয়াদ পুনরায় ১৬/১৭ জনকে সাথে নিয়ে চরে এসে কয়েকজন জেলেকে মারপিট করে ও কয়েক বস্তা ইলিশ মাছ ছিনিয়ে নিতে  নিতে চায়। এ সময় রুবেল নামক এক জেলে বাধা দিলে সন্ত্রাসী রিয়াদ আগ্নেয়াস্ত্র দিয়ে রুবেলের বুকে গুলি করে। রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। শ্রীনগর থানার ডিউটি অফিসার আনিসুর রহমান জানায়  নিহত রুবেলের লাশ ময়না তদন্তেের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  রয়েছে।

[৬] শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এ ঘটনায়  মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আসামিদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়