শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন 

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লার মুরাদনগরে মানসিক ভারসাম্যহীন নাছির মিয়া নাসির নামের এক যুবককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর দক্ষিণ পাড়া মৃত রোশন আলীর ছেলে সোহাগ মিয়া (৩৮)

[৩] মামলার বিবরণে জানাযায়- আসামী সোহাগ মিয়া (২৫), ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর রাত ১১টায় মুরাদনগর থানাধীন নগরপাড় কোম্পানীগঞ্জ হতে নবীনগর রোড এবং কুমিল্লা হতে ব্রাহ্মণবাড়িয়াগামী রোডে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে  ধারালো দা (টাকসাল) দিয়ে নাসিরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কোপিয়ে তাকে হত্যা করে। 

[৪] ঐদিন রাতেই ভিকটিম নাছিরের বাবা  দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ীর মৃত আহাম্মদ আলীর ছেলে আঃ আউয়াল (৬৫) বাদী হয়ে  মুরাদনগর উপজেলার বাখরনগর দক্ষিণ পাড়া মৃত রোশন আলীর ছেলে সোহাগ মিয়া (২৫) কে একমাত্র আসামি করে মুরাদনগর থানায় দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে একটি হত্যা মামলা দায়ের  করলে পরদিন পুলিশ আসামিকে গ্রেফতার করে। 

[৫] পরবর্তীতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়  আসামী সোহাগ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার  টাকা অর্থ দণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।  রায় ঘোষণাকালে আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

[৬] রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন  এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়