শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুর-ধানমন্ডিতে ১৫ ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২০

মুযনিবীন নাইম: [২] রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপে’র ৫ সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাপাটি, ছুরি, চাকু, ক্ষুর ও অন্যান্য দেশি অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

[৩] মঙ্গলবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বলেন, সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটায়। মোহাম্মদপুরের বসিলা ও এর আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা জনমনে ত্রাস সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনতাইসহ শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ঘটায়।

[৪] তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে, এতে এলাকার পথচারী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নারী, পুরুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। 

[৫] তিনি  বলেন, এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও ধানমন্ডি এলাকায় সোমবার (সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনাকালে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ‘আকাশ গ্রুপের’ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পৃথক একটি অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আরও ১৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়