শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বাবার পর স্ত্রীকেও হত্যা, গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী: [২] রাজশাহীতে বাবা হত্যার পর জেল থেকে বেড়িয়ে স্ত্রীকেও হত্যা করে ঘাটক স্বামী মুরাদ আলী কারিগড় (৪০)। অবশেষে পুলিশের হাতে ধরা খেতে হয়েছে তাকে। 

[৩] আজ (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ আলী রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর কারিগড়পাড়া গ্রামের মৃত সাদেক আলী কারিগরের ছেলে। 

[৪] পুলিশ সুত্রে জানা গেছে, একবছর আগে মুরাদ আলী তার নিজ পিতাকে হত্যার দায়ে তিন বছর রাজশাহী কারাগারে ছিল। গত একমাস আগে সে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসে। মুরাদ আলীর স্ত্রী শিলা বেগমের পৌতৃকসূত্রেপ্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাকে দিতে চাপ প্রয়োগ করে।

[৫] কিন্তু শিলা বেগম সেই জমি বিক্রি করতে অসম্মতি জানায়। এ বিষয় নিয়ে মুরাদ আলী তার স্ত্রীকে প্রায় মারপিট করতো। গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় মুরাদ আলী তার স্ত্রীকে তাদের শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করে লাশ বাড়ির আঙ্গিনার কলঘরে ফেলে রাখে। রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।।

[৬] এই হত্যাকাণ্ডের ঘটনায় মৃত শিলা বেগমের ভাই মো: দুলাল হোসেন বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীর চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার পর থেকে মুরাদ আলী কারিগর পুলিশের গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া বাসস্ট্যাণ্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

[৭] রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম গণমাধ্যমকে জানান, অভিযুক্ত মুরাদ হোসেন এর আগে দিনে দুপুরে পোলাওয়ের চাল কেনার মতো তুচ্ছ ঘটনায় নিজের বাবাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন।

[৮] এঘটনায় ঘাতক মুরাদ আলী তিন বছর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে এবার স্ত্রীকেও হত্যা করে। গ্রেপ্তারকৃত ঘাতক মুরাদ আলী কারিগরকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়