মোস্তাফিজুর রহমান: রাজধানীর চকবাজারে আনছার বেপারী (৩৩) নামে এক হোটেল বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিসমিল্লাহ খাবার হোটেলের বাবুর্চির সহকারি ছিলেন। সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ খবর জানান চকবাজার থানার উপ-পরিদর্শক এসআই মোঃ নুর উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে চকবাজার ইমামগঞ্জ চান সরদার টাওয়ারের পাশে বিসমিল্লাহ হোটেলের মালামাল রাখার একটি রুম থেকে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এসআই আরো বলেন, রাতে কাজ শেষে ঘুমানোর জন্য তার ঘুমানোর জায়গায় যায়নি। বিসমিল্লাহ হোটেলের মালামাল রাখার খাদ্য গুদামের একটি রুমে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সহকর্মীরা দেখতে পেয়ে থানায় সংবাদ দেন পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তবে তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার নাগের পাড়া গ্রামে। তার বাবার নাম মৃত খলিল বেপারী।
এমআর/এনএইচ