শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:১৮ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিকাশ ও রকেটের মাধ্যমে প্রতরণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে আটক করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার দিবাগত  রাতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় বলে আজ সন্ধ্যায় নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি শহীন উদ্দীন।

গ্রেপ্তারকৃত হলেন, মগুরা জেলার মহম্মদপুর উপজেলার মাধবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিকাবুল ইসলাম(২৮) ও একই ইউনিয়নের চরমাধবপুর গ্রামের রফিকুল ইসলামের উজ্জল হাসান (৩৫) ।

সোমবার সন্ধ্যায় এক প্রেস নোটের মাধ্যমে ওসি শাহীন উদ্দীন জানান, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৬ (ছয়) টি মোবাইল ফোন ও ১০ (দশ)টি সীম কার্ড উদ্ধার করে ।

তিনি আরো জানান, গত ১৭ সেপ্টেম্বর জনৈক শেখ মিলন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে এসে জানান, অজ্ঞাত প্রতারক তার নিকট থেকে কৌশলে বিকাশ ও রকেট এর মাধ্যমে প্রতারণা করে সর্বমোট ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এঘটনার পর ভুক্তভোগী ঐ দিনই  বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হরিনাকুন্ডু থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাংলাদেশের বিভিন্ন জেলা হতে তাদের চক্রের সদস্যরা এজেন্টের দোকান হতে টাকা লেনদেনের তথ্য সংগ্রহ করে  whatsapp এর মাধ্যমে তাদের নিকট ছবি পাঠিয়ে দেয়। উক্ত নাম্বারে লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গ্রাহকের নাম সংগ্রহ করে তাদের কে কাস্টমার কেয়ার বা অন্য কোন পরিচয় দিয়ে ওটিপি হ্যাকিং ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদানের জন্য অগ্রীম টাকা প্রেরণের কথা বলে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়