শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার, পলাতক আসামি-৭

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ ডিএনসি সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে নিয়ে আসা বসত বাড়ীতে মওজুদকৃত অস্ত্র, গুলি ও ইয়াবার চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এসময় জড়িত কোন অপরাধীকে আটক করতে পারেনি তারা।

টেকনাফ ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৪ সেপ্টেম্বর (রোববার) দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড পশ্চিম গোদার বিল এলাকার ইমাম হোসেন’র বসতবাড়ী থেকে অস্ত্র, গুলি ও ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য রবিবার রাত ৯ টার দিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (ডিএনসি) অধিদপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্রগ্রাম বিভাগীয় প্রধান অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল জানান, দীর্ঘদিন ধরে উক্ত এলাকার একটি মাদক কারবারি চক্র মিয়ানমার থেকে ইয়াবার ও অস্ত্রের চালান এনে স্থানীয় একটি বসত বাড়িতে মজুদ রাখে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফে ডিএনসি অফিসে কর্মরত ইন্সেপেক্টর বিদ্যুৎ বিহারীর নেতৃত্বে একটি চৌকস দল ঐ বাড়ীতে সাঁড়াশী অভিযান পরিচালনা করে। ৪টি বিদেশী অস্ত্র,১৪১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন ও ৫৩ হাজার ইয়াবা ৭০০ গ্রাম হিরোইন মত নতুন মাদক উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, অভিযান চলাকালীন সময়ে বাড়িতে থাকা অপরাধীরা কৌশলে পালিয়ে যায়। মাদক কারবারী চক্রের সদস্যরা শক্তি প্রয়োগ করার জন্য মিয়ানমার থেকে মাদক পাচারের পাশাপাশি অস্ত্রের চালান মজুদ করছে।

উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, মাদকের চালানটির সাথে জড়িত আব্দুল্লাহ, কাদের, মো.কাসিম, সাদ্দাম, শাহ আলম, সাহেদ,আনোয়ারসহ ৭ জনকে সংশ্লিষ্ট আইনে পলাতক আসামী করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়