শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে বিপুল পরিমানে চা জব্দ ও  জরিমানা 

জালাল উদ্দিন, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন ব্র্যান্ডে বিক্রয়ের অপরাধে তানভীর টি হাউজ নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের চা ক্রয়ের বৈধ কাগজপত্র না থাকায় ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার টাকা।

[৩] শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ইং, চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

[৪] চা বোর্ড জানায়, নিলাম বহির্ভূত অবৈধ চা মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন ব্র্যান্ডের নামে বিক্রয়ের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এর আগে গতকালও (বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ইং) ওই কারখানায় অভিযান চালানো হয়েছিল। ওই সময় জনপ্রিয় ব্যান্ডের ৮ বস্তা নকল চায়ের প্যাকেট জব্দ এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা জব্দ করা হয়। এছাড়া ৭টি চায়ের গুদামও সাময়িকভাবে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

[৫] অভিযান বিষয়ে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডে অবস্থিত তানভীর টি হাউজ থেকে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল চায়ের প্যাকেট এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা জব্দ করা হয়। যার চায়ের বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার টাকা। এছাড়া ৭টি চায়ের গুদামও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

[৬] তিনি বলেন, প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলাম বহির্ভূত অবৈধ চা মজুত এবং বিপণনের সঙ্গে জড়িত। এতে একদিকে অস্বাস্থ্যকর নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারাদেশে এ ধরনের অভিযান চলমান থাকবে।

[৭] অভিযানকালে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা এবং প্রতিষ্ঠানের মালিক সমর মিয়া উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়