শিরোনাম
◈ সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার ◈ ভারত সরকারের কড়া অবস্থানে বিপাকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা ◈ গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরুল হক নুর লাইভে এসে যা বললেন ◈ অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: বকেয়া বেতন না পেলে সরব না, দুই ঘণ্টার আল্টিমেটাম ◈ ছয় শিল্প গ্রুপের সম্পদের সন্ধান আরব আমিরাতে: অর্থ ফেরাতে সরকারের জোরালো কূটনৈতিক ও আইনি পদক্ষেপ ◈ ইশরাকের শপথ দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, আসিফ মাহমুদের পদত্যাগের স্লোগান ◈ “দায়িত্ব পালনে ন্যায়ের পথে, একাকীত্বেও অনড় শফিকুল আলম” ◈ যে প্রস্তাব দিতে গিয়ে বিপদে পড়েছিলেন ড. ইউনূস! (ভিডিও) ◈ বাংলাদেশকে এড়িয়ে উত্তর-পূর্ব ভারতের বিকল্প সংযোগে মিয়ানমার-মহাসড়ক পথ বেছে নিচ্ছে ভারত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৩, ০৪:০৪ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৩, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে নবদম্পতির রহস্যজনক আত্মহত্যা!

রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক নবদম্পতি বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হয়েছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাদের মৃত্যুর বিষয়টি জানান আশুলিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা। 

তিনি বলেন, আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বামী মো. মৃদুল (১৯) মৃত্যুবরণ করেন।

মৃত মো. মৃদুল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গুনিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুর জেলার বিরামপুর থানার আরদি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত।  

মৃত দম্পতির স্বজনরা জানান, মৃদুল ও মারুফার প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারই সম্পর্ক মেনে নিলে তাদের বিয়ে দেওয়া হয়। মৃদুল পড়ালেখার পাশাপাশি পোশাক কারখানায় কাজ করত বলে জানা গেছে। তারা দুজনই শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে স্মৃতিসৌধে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ওই দম্পতি। পরে বিকেল ৪টার দিকে দুজন বাড়ির দরজার সামনে এসে পড়ে যায়। মৃদুল জ্ঞান হারালে তারা বিষ খেয়েছে বলে জানায় মারুফা। পরে দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে মারুফাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। মৃদুলকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল নিলে মৃদুলও মারা যায়। তারা কী কারণে বিষ খেয়েছে তা স্পষ্ট করতে পারেনি পরিবার।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহত মারুফার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের দেওয়ার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়