শিরোনাম
◈ ভারত-পাকিস্তান সংকটে ইউনূসের সতর্ক কূটনীতি ◈ নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা বিএনপি ও এনসিপি! ◈ কলমবিরতি বনাম কাঠামো পরিবর্তন: এনবিআর বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি ◈ অঙ্কনের দারুণ ইনিংস স‌ত্বেও নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে ৭০ রানে হারলো বাংলা‌দেশ  ◈ ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা : বাংলাদেশ ব্যাংক ◈ ইন্টারনেটের দাম কমাচ্ছে সরকার : আসিফ মাহমুদ ◈ ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি (ভিডিও) ◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ০৩:২৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): টেকনাফের মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জুন) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে। 

রোববার (১১ জুন) সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। 

নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়ার করিমের ছেলে।

টেকনাফ সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য (৭,৮,৯ নং ওয়ার্ড) খালেদা বেগম বলেন, টেকনাফ সদরের মৌলভী পাড়া এলাকায় চিংড়ি'র টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবকের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যু হয়। এ ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহত রবিউলের ভাই আব্দুল্লাহ বলেন, চিংড়ি প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মৌলভী পাড়া একটি মার্কেটের সামনে রবিউলকে হঠাৎ ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রবিউল মারা যায়।

এ ঘটনায় রোববার সাইফুলসহ পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়ছেন তিনি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। হত্যা কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়