শিরোনাম
◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:২০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুল গ্রেপ্তার

গ্রেপ্তার বাবুল

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): রাউজানে অস্ত্রসহ মো. নুরুল আলম ওরফে বাবুল (৪২) নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।

বুধবার (৭জুন) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে রাউজান উপজেলার বাগেয়ান ইউনিয়নের গচ্চি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মদন জঙ্গল সড়কস্থ আনোয়ার পাশার গরুর খামারের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে কাঠের বাটসহ ১৭ ইঞ্চি লম্বা ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত দুই নল বিশিষ্ট একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং  একটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সন্ত্রাসী বাবুল উপজেলার উরকিরচর ইউনিয়নের  ৪নম্বর ওয়ার্ডের মকবুল আহাম্মদ সারাং বাড়ির প্রয়াত ইউনুছ মিয়া ওরফে ইউনুছ ড্রাইভারের ছেলে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে  রাউজান থানায় আইন-শৃঙ্খলা অপরাধ (দ্রুত বিচার) আইনের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/ইএফ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়