শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

অভিযুক্ত স্বামী মিঠুন চন্দ্র ঘোষ

হাসিব খান, গাজীপুর: গাজীপুরের সদর উপজেলার আদাবৈ এলাকায় রুবিনা আক্তার নামে এক পার্লার কর্মীকে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিঠুন চন্দ্র ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) সন্ধায় পাবনা থেকে মিঠুন (২৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। সে সদর উপজেলার খুদে বরমী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে।

এর আগে গত শনিবার রাতে সদর উপজেলার আদাবৈ এলাকার রাজকন্যা বিউটি পার্লার থেকে হাত-পা বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে র‍্যাব-১ এর আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে।

বুধবার (৭ মে) সকালে পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানী কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম।

তিনি জানান, এক বছর আগে ফেসবুকের মাধ্যমে রুবিনার সঙ্গে পরিচয় হয় মিঠুনের। পরে ধর্মান্তরিত হয়ে রুবিনাকে বিয়ে করে মিঠুন। বিবাহের শুরুতে সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে দাম্পত্য কলহ এবং একে অন্যকে পরকীয়া সন্দেহে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং মিঠুন প্রায় সময় রুবিনাকে মারধর করে। এ বিষয়ে রুবিনা থানায় অভিযোগ করলে মিঠুন আলাদা থাকতে শুরু করে। পরে  প্রতিশোধ নিতে গত শনিবার (৪ মে) বিকেলে রুবিনার পার্লারে তার বন্ধু সোমা ও মিঠুনের বন্ধু রাকিবের সহযোগিতায় হাত পা বেধে স্ত্রীকে হত্যা করে। র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে মিঠুন। এ ঘটনায় রুবিনার মা আছিয়া বেগম জিএমপি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়