মাহফুজুর রহমান, ঝিনাইদহ: জেলার হরিণাকুন্ডু উপজেলায় প্রেমের সম্পর্কে স্বামী পরিত্যাক্তা এক নারীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্যা (১৯), আহাদ নগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর রহমান (৩৫) ও চরপাড়া গ্রামের জানার মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম (২৪) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ জুন) নির্যাতিত ওই নারীর বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শিলন মোল্যা স্বামী পরিত্যাক্তা ওই নারীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৩০ মে সকাল ৬টার দিকে ওই নারীকে হরিণাকুন্ডু আসতে বলে শিলন মোল্যা। হরিণাকুন্ডু আসলে ১নং আসামি শিলন মোল্যা ওই নারীকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ঘটনার দিন ৩০ মে রাত সাড়ে দশটার দিকে আহাদ নগর গ্রামের ঝন্টুর পাঠ ক্ষেতে ওই নারীকে নিয়ে যায় শিলন। পরে সেখানে আটকে রেখে রাতভোর তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে শিলন, আজিজুর ও রাশেদুল।
হরিণাকুন্ডু থানার ওসি মো. আবু আজিফ জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় শিলন মোল্যাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত ওই নারী পুলিশ হেফাজতে আছে। তদন্ত চলমান আছে বলেও জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে