শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:৫৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তাগাছায় যুবককে রাতের আঁধারে কুপিয়ে হত্যা 

হজরত আলী: মুক্তাগাছায় রাতের আধারে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামের উসমান (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, গতকাল শুক্রবার রাতে ওসমান তার ফুফুর বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। ওসমানের চাচি পারভিন আক্তার জানান, রাত  নয়টার দিকে বাড়িতে এসে বালিশ নিয়ে বেরিয়ে যায়, পার্শ্ববর্তী হোন্দি বিলের ফিশারি এলাকায় সে রাত্রি যাপন করে। সেখানে ঘুমের মধ্যে দুষ্কৃতকারীরা ওসমান কে কুপিয়ে হত্যা করে। 

পরে শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে, এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। প্রতিবেশীরা জানান, ওসমানের নামে একটি মাদক মামলা রয়েছে, সে মামলার ভয়ে সে রাতের বেলা বাড়িতে থাকত না। তথ্য নিয়ে জানা যায় ওসমান  ডলার প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছে।
 
এদিকে ওসমানের স্ত্রী শিরিনা আক্তার বলেন, যারা আমাকে বিধবা করেছে, আমার ৪ বছরের ছেলে সন্তানকে এতিম করেছে, আমি তাদের কঠোর বিচার চাই ।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ করছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়