শিরোনাম
◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুকে শ্বাসরোধে হত্যা, মাদ্রাসার শিক্ষক আটক 

আটক শিক্ষক

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালীতে পৌরসদরে পূর্বগাড়াখোলা গ্রামে অবস্থিত মোহাম্মাদিয়া আসিয়া মাদরাসা ও এতিম খানার শিক্ষক হেদায়েতুল্লাহ এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে।  

সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পেরেরচর গ্রামের মোহসিন মিয়ার একমাত্র ছেলে। 
 
অন্য এক শিক্ষার্থীকে বলাৎকার দৃশ্য দেখে ফেলায়  মাদ্রাসা ছাত্র ৭ বছরের শিশু ইমান আলীকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামে।  নওপাড়া ইউনিয়নের সমসকান্দী গ্রামের মোঃ হৃদয় মোল্যার ছেলে মোঃ ইমান আলী মোল্যা(৭) উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামে নানা-নানীর সাথেই বসবাস করত এবং জানা যায় ছয় মাস যাবত এই মাদ্রাসাতে আসা-যাওয়া করে পড়াশোনা করত। 

হত্যার বিষয়ে  মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, মাদরাসার সভাপতি হাজী আব্দুস সালাম মিয়া, মোবাইলে জানান মোহাম্মাদিয়া আসিয়া মাদরাসা ও এতিম খানায় একটি শিশুকে হত্যা করা হয়েছে । হত্যা কারী শিক্ষককেও পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়েকের মাঝকান্দী নামক এলাকা থেকে অন্য আর এক শিশু শিক্ষার্থী সহ আসামিকে সুকৌশলে আটক করা হয়েছে । 

ওসি শহিদুল ইসলাম আরো বলেন, অপর এক শিশুর জবানবন্দি থেকে জানা যায়, বলাৎকার দৃশ্য দেখে ফেলায় ইমান আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছেন। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়