ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থী রিয়াদ মিয়া (১৬) কে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (২৮ মে) দিনগত রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রিয়াদ মিয়া উপজেলার বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে ও স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদের চাচাতো বোনের বিয়ে হয় বীর হাজীপুর গ্রামে। স্বামীর বাড়ির লোকজন রিয়াদের চাচাতো বোনকে বিভিন্নভাবে অত্যাচার করতো। রোববার (২৮ মে) রাত ১১টার দিকে রিয়াদের বাবা স্বপন মিয়ার সঙ্গে তাদের পরিবারের লোকদের কথা কাটাকাটি হয়।
রিয়াদ তাদের থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে রবিউল। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এনএইচ