রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে নদীর পানিতে মরদেহটি ভাসতে থাকলে বেলা ১টার দিকে তা উদ্ধার করা হয়।
প্রথমে দক্ষিনখান থানা ও টঙ্গী থানা পুলিশের ভেতরে মরদেহ উদ্ধার নিয়ে জটিলতা সৃষ্টি হয় কারা উদ্ধার করবে এ নিয়ে। অবশেষে টঙ্গী থানা মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে তুরাগ নদের রেল সেতুর নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হযরত আলী মিলন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুবকের পরিচয় নিশ্চিত হওয়ারও চেষ্টা চলছে।
প্রতিনিধি/এনএইচ