তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০০০ ইয়াবাসহ অন্তরা প্রকাশ আকলিমা (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৮ মে) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় মাদকদ্রব্য অধিদপ্তর। এর আগে শনিবার রাতে আশুগঞ্জের বগইড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি বড় পুকুরপাড় এলাকার পূর্ণ আহম্মেদ প্রকাশ মুন্নার স্ত্রী। এ বিষয়ে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রতিনিধি/একে