আদনান হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয় রাজাপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপিড়নে অভিযোগে অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগির মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন।
শনিবার রাতে কাওয়ালীপাড়া কলেজ ক্যাম্পাসে ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী জানান, রসজাপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার ৭ম শ্রেণির ছাত্রীকে বিকাল ৫ টার দিকে কলেজ ক্যাম্পাসে আসতে বলে। পরে সে সহপাঠীদের বাইরে রেখে অধ্যক্ষের রুমে প্রবেশ করলে অধ্যক্ষ ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এসময় তার ডাক চিৎকারে ওই বান্ধবীসহ আশপাশের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে। এবং অধ্যকে আটক করে। পরে তাকে একটি রুমের ভিতর অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগির নানা পীর মো জালাল আহাম্মদ বলেন, একজন প্রতিষ্ঠান প্রধান হয়ে আমার এতটুকুন নাতনির সঙ্গে এমন করা ঠিক হয়নি। আমি এর উপযুক্ত বিচার চাই।
ভুক্তভোগির কাজল আক্তার বলেন, ওই অধ্যক্ষ আমার মেয়ের সাথে যেটা করেছে আমি তার উপযুক্ত বিচার চাই।
ধামরাই থানার ওসি মো. হারুণ অর রশিদ বলেন, ৭ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা:ইমরান শেখ
প্রতিনিধি/আইএস২