মোস্তাফিজুর রহমান: রাজধানীর মুগদায় পারিবারিক অশান্তির কারনে গলায় ফাঁস লাগিয়ে মো: জালাল উদ্দিন (৪২) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছেন। শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে মুগদা থানাধীন পূর্ব মানিকনগর জেসমিন এর ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মুবায়দুল ইসলাম।
তিনি বলেন, মৃতের স্ত্রী পারভীন আক্তার বাসাবাড়িতে কাজ করেন। দুই ছেলে দুই মেয়ে জনক। তিনি বিয়ে বাড়িতে কাজ করতেন। একদিন করলে দু'দিন করতেন না। এছাড়াও ২/৩ মাসের রুমের ভাড়া বাকি। এসব নিয়ে তার সংসারে অশান্তি লেগে থাকতো।
শুক্রবার রাতে বাবা জালাল উদ্দিন কে বাসায় রেখে বাহির দিয়ে ছিটকানি লাগিয়ে ছেলে পারভেজ (১০) পাশে আত্বীয়ের বাড়ি যায় ভাত আনতে।
আধঘন্টা পর রাত সাড়ে দশ টার দিকে ভাত নিয়ে ফিরে এসে দরজা খুলে দেখতে পায়, তাদের বাবা ফ্যানের সাথে গলায় বৈদুতিক তার দ্বারা ঝুলছে। পরে পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।
স্ত্রী পারভীন আক্তার বলেন, তার স্বামী একদিন কাজ করলে সাতদিন কাজে যায় না কয়েক মাসের ঘর ভাড়া বাকি। এসব বিষয় নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত। পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জালাল।
এমআর/এনএইচ