শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাই-শ্বশুরের যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ

এস.এম আকাশ, ফরিদপুর: ফরিদপুরে মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা সম্পর্কে দুজন জামাই-শ্বশুর।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশী গ্রামের বাসিন্দা আবদুল কাদের মাতুব্বর (৬৩) ও আবদুল ওহাব ব্যাপারী (৬৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৩ সালের ১৯ জুন রাত সাড়ে ১১টার দিকে সদরপুরের সাতরশী গ্রামে ওহাব ব্যাপারীর বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় তাদের দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সদরপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার। একই বছরের ১৪ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়