শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে পি কে হালদারের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পি কে হালদার

জাফর খান: ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশে অর্থ পাচার মামলার দায়ে অভিযুক্ত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে আগামী ১৬ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। কলকাতায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তিন নম্বর আদালতের বিচারক শুভেন্দু সাহা মঙ্গলবার এই সংক্রান্ত আদেশটি দেন। প্রথম আলো 

আদালতের আদেশে বলা হয়েছে আগামী ১৭ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতকে জানাতে হবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের বিরুদ্ধে যেই অভিযোগ এনেছেন সে সংক্রান্ত নথি তাদের কাছে পৌঁছেছে কিনা। 

এদিকে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগের নথি এরইমধ্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার পি কে হালদার ও সহযোগীরা জামিনের জন্য কোনো আবেদন করেননি। এমনকি তাদের আইনজীবীরাও এদিন আদালতে কোনো বক্তব্য রাখেননি। এর আগে পি কে হালদারের করা জামিনের আবেদনটি খারিজ হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগে বলা হয়েছিল, বাংলাদেশের একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে এসেছিলেন তারা। 

পি কে হালদার ছাড়াও তার ভাই প্রাণেশ কুমার হালদারকেও গ্রেপ্তার করেছিলেন ইডি। তিনি উত্তর চব্বিশ পরগনায় পি কে হালদারের জমিজমা, বাড়ি ও মাছের ব্যবসার আংশিক দেখভালের দায়িত্বে ছিলেন। অন্য আসামীদের মধ্যে আমানা সুলতানা ওরফে শর্মি হালদারসহ আরও তিনজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়