বিপ্লব সিকদার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মো. মোকাম্মেল হক। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের কর্মরত রয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের কর্মরত যুগ্মসচিব মো. মোকাম্মেল হককে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনমূলে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস মো. খায়রুল কবীর মেনন কে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে বদলি আদেশের অংশটুকু বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বিএস/এসএ