ফরহাদ হোসেন, ভোলা: ভোলার চরফ্যাশনে জবাই করা চিত্রাল হরিণ উদ্ধার করেছেন বন কর্মীরা। শনিবার (১৮ মার্চ) বিকেলে দক্ষিণ আইচা থানার চর নিজানের কালকিনি ভিট অফিসের উত্তরে পুরাতব কেওড়া ম্যানগ্রোভ বাগান থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় রবিবার সকালে ৪ জনকে আসামি করে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে।
কালকিনি ভিট অফিসার এসএম আমির হামজা জানান, ওই বাগানে একই এলাকার বাচ্ছুর নেতৃত্বে নাঈন উদ্দীন, নিরবসহ কয়েকজন মিলে হরিণ শিকার করে জবাই করেন। এসময় তার নেতৃত্বে টহলরত বনকর্মীদের টের পয়ে শিকারীরা পালিয়ে যায়। শনিবার রাত ১টার দিকে ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে জবাই করা হরিণটি ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয় বলে জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে