শিরোনাম
◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বিজিবি'র সঙ্গে গোলাগুলি, ২ লাখ ইয়াবা উদ্ধার  

উদ্ধারকৃত ইয়াবা

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে নাফনদীতে বিজিবি সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা হয়েছে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ২ লাখ ইয়াবা।

শুক্রবার (১৭ মার্চ) রাতে হ্নীলা ইউনিয়নের নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার রাতে হ্নীলা বিওপির টহলদল বিআরএম-১৩ থেকে আনুমানিক ১ কি.মি. উত্তর-পূর্ব দিকে শ্মশান ঘাট এলাকায় নিয়মিত টহলকালে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় ৩/৪ জন সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে নাফনদীর কিনারায় নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে বিজিবি টহলদল। পরে তারা নৌকাটির দিকে এগিয়ে গেলে নৌকায় থাকা চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা নিয়ে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে টহলদল তাদের থামানোর উদ্দেশ্য ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। চোরাকারবারিরাও বিজিবি টহলদলকে  লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নাফফোড়াদ্বীপের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়