শিরোনাম
◈ রোনালদোর গো‌লেও জয় পে‌লো না, হে‌রেই গে‌লো আল নাসর ◈ বিএন‌পি ও জামায়া‌তের চা‌পে আ‌ছি, নির্বাচ‌নে আমরা কোন দল‌কে ভোট দি‌বো? ◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বিজিবি'র সঙ্গে গোলাগুলি, ২ লাখ ইয়াবা উদ্ধার  

উদ্ধারকৃত ইয়াবা

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে নাফনদীতে বিজিবি সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা হয়েছে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ২ লাখ ইয়াবা।

শুক্রবার (১৭ মার্চ) রাতে হ্নীলা ইউনিয়নের নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার রাতে হ্নীলা বিওপির টহলদল বিআরএম-১৩ থেকে আনুমানিক ১ কি.মি. উত্তর-পূর্ব দিকে শ্মশান ঘাট এলাকায় নিয়মিত টহলকালে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় ৩/৪ জন সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে নাফনদীর কিনারায় নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে বিজিবি টহলদল। পরে তারা নৌকাটির দিকে এগিয়ে গেলে নৌকায় থাকা চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা নিয়ে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে টহলদল তাদের থামানোর উদ্দেশ্য ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। চোরাকারবারিরাও বিজিবি টহলদলকে  লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নাফফোড়াদ্বীপের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়