শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩১ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

ছুরি

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মো: শাওন (২৭) নামে যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারী) ভোর সোয়া তিন টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানার পুলিশ ।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ। তিনি জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাত করে মীর হাজীরবাগ একটি মুদি দোকানের সামনে রাস্তায় ফেলে রেখে যায়।

সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে। তবে কেন, কে বা কাহারা ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে বলেও জানান তিনি।

মৃত শাওন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝিরচর গ্রামের প্লেন সিট ব্যবসায়ী আব্দুল আজিজ এর ছেলে।

বর্তমানে শ্যামপুর ২০/১, মীর হাজীরবাগ মো: আব্দুল আজিজ ও মাহমুদা বেগমের ছেলে শাওন পরিবারের সাথে থাকতেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তিন বছর বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি।

মৃতের ছোট ভাই সাহেদ জানান, শ্যামপুরে ভাই শাওনের এক বন্ধু শুভর সঙ্গে তিন চার দিন আগে শ্যামপুরের রজব নামে এক যুবকের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, সেখানে শাওন ছিল এই নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল তারই জের ধরে গতকাল জুয়েল, রজব, মিজান, তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পাই। পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শাহেদ আরো বলেন, ঘটনাস্থলে ওই বাড়ির পাঁচতলায় একটি মেয়ে থাকতো তার সঙ্গে ভাই মাঝেমধ্যে কথাবার্তা বলতো এসব বিষয় নিয়েই ঘটনাটি ঘটাতে পারে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়