শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় চিকিৎকের মৃতদেহ উদ্ধার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ফারহানা আক্তার শিল্পী (৪৯) নামে এক গাইনি চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বুধবার সকালে হাজীনগরস্থ বিক্রমপুর টাওয়ারের সেবা ক্লিনিক এর ৪র্থ তলার দক্ষিন পাশের ফ্ল্যাটের ভেতর থেকে বন্ধ করা দরজা ভেঙ্গে  ওই মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের ভাড়াটিয়া। তার স্বামীর নাম আনোয়ার হোসেন। 

তিনি বরিশালের কোতয়ালী থানার আলেফডাঙ্গা পলিটেকনিকেল রোডের মৃত আবু জাফর হাওলাদারের মেয়ে। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ। তবে মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, আনুমানিক গত ২ দিন ধরে চিকিৎসক ফারহানা তার ফ্ল্যাট বাসার দরজা খোলেনি। এ ঘটনায় ওই ভবনের কেয়ার টেকার ও  মালিক পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাদের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। ওই চিকিৎসক ফ্ল্যাটে একা থাকতেন। একাদশ শ্রেণীতে পড়–য়া পরশ নামে তার ছেলে মগবাজারে তার বাবার সঙ্গে থাকেন।

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, প্রাথমিকভাবে মত্যুর কারণ না জানা গেলেও ময়না তদন্তের ভিত্তিতে এ মৃতৃ্যর আসল রহস্য জানা যাবে। আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়