সোহাগ হাসান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোলে নানী মোছা. ওয়াজেদা খাতুনকে হত্যার অভিযোগে নাতী সিয়াম শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষনা করেন অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ।
জানা যায়, জেলার সদর থানার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে ইউসুফ আলীর ছেলে সিয়াম শেখ কুড়াল দ্বারা কুপিয়ে তার নানীকে হত্যা করে। পরবর্তীতে ২০১৯ সালের ০৯ সেপ্টেম্বর ওয়াজেদা বেগম এর ছেলে ও হত্যাকারী সিয়াম শেখ এর বাবা ইউসুফ আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকালে আসামী সিয়াম শেখ ম্যাজিস্ট্রেট এর নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। ২০২১ সালের ১৩ জানুয়ারি অভিযোগ গঠন করা হয় ও পুলিশ তদন্ত করে আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আঠারো জন স্বাক্ষীর উপস্থাপনে স্বাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামী সিয়াম শেখ কে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অনাদায়ে আরো একবছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে/একে