শিরোনাম
◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০১:৩৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে কবরস্থান থেকে ৬ মরদেহ চুরি

শ্রীনগরে কবরস্থান থেকে ৬ মরদেহ চুরি

মো.রেজাউল করিম, শ্রীনগর (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও (কাইজ্জা মোল্লা) কবরস্থান থেকে ৬টি মরদেহ চুরি হয়েছে। 

ধারণা করা হচ্ছে গত রবিবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুরাতন ফেরীঘাট সংলগ্ন বেজগাঁও (কাইজ্জা মোল্লা) কবরস্থান থেকে চোরেরা মরদেহ গুলো নিয়ে গেছে।

এ ঘটনায় ওই কবরস্থানের খাদেম হাফেজ কারী মো. জামাল উদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

জানা গেছে, সোমবার সকালে কয়েকজন মিলে এক মৃত ব্যক্তির জন্য কবর তৈরি করতে কবরস্থানে গিয়ে দেখতে পান বেশ কয়েকটি কবরের একপাশে বড় করে গর্ত করা। তাছাড়া একপাশে একটি গামছায় কয়েকটি হারের টুকরা রয়েছে। বিষয়টি তারা মোবাইল ফোনে খাদেম কারী জামাল উদ্দিনকে জানান। তাৎক্ষনিক ভাবে তিনি এলাকার কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে সেখানে গিয়ে এর সত্যতা পান। পরে তারা গর্তের মধ্য দিয়ে কবরের ভিতরে সন্ধান করে নিশ্চিত হন করবগুলোতে মরদেহের কোন আলামত নেই। এই ঘটনায় কবরগুলোতে দাফন করা মরদেহের স্বজনরা মর্মাহত। স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, কবরস্থানের খাদেম নিশ্চিত ভাবে বলতে পারছে না যে মরদেহ গুলো চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়