ফরহাদ আমিন, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ৮বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(৫ডিসেম্বর)ভোরে হোয়াইক্যং ইউপি কেরুনতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার গোলাম আকবরের ছেলে ফজল করিম (৩৫)ও গুরা মিয়ার ছেলে খায়রুল বশর(৩৬)।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আব্দুল হালিম।
তিনি জানান,গোপন সংবাদে ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক(এসআই) যায়েদ হাসান,এসআই রুকুজ্জামান খান ও এএসআই আব্দুল মতিনসহ সঙ্গী ফোর্স
হোয়াইক্যং কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার৮বছরের সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/জেএ