শিরোনাম
◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:২৮ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পু‌লি‌শি অ‌ভিযা‌নে ডাকাত জাহাঙ্গীর অস্ত্রসহ আটক

কল‌্যাণ বড়ুয়া: চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শের বিশেষ অ‌ভিযা‌নে বুধবার রা‌তে চট্টগ্রাম জেলার দক্ষিনাঞ্চলসহ আন্তঃনগর ডাকাত, ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী এবং এলাকার কুখ্যাত সন্ত্রাসী মো. জাহাঙ্গীর (৩৬) কে গ্রেফতার করা হয়।

সে সরল ইউ‌নিয়‌নের পাইরাং জা‌লিয়াঘাটা এলাকার মৃত ফজলুল কা‌দে‌রের পুত্র । বুধবার রাত সা‌ড়ে ১১টার সময় পু‌লিশ জানান, বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি মোঃ কামাল উ‌দ্দিন,পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার রাত ১০টার দি‌কে সর‌লের পাইরাং নামক স্থা‌নে নিজ বা‌ড়ি‌তে অবস্থান কর‌ছে এ খব‌রের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে তার বা‌ড়ির খাটের নিচ থেকে ০২ টি দেশীয় তৈরি এলজি, ০২ রাউন্ড কার্তুজ, ০২টি কিরিচ উদ্ধার করা হয়।  পু‌লিশ জানায় তার বিরুদ্ধে (১) বাঁশখালী থানার মামলা নং- ১৯(০৬)১৯,  (২) সিলেট জেলার গোলাপগঞ্জ থানার জিআর নং-১২৩/১৪,  (৩) বাঁশখালী থানার মামলা নং- ২২(০৬)২০, তৎসহ নারী ও শিশু নিঃ দঃ আইনের ৯(৪)(খ)/৩০ ধারা, (৪) বাঁশখালী থানার মামলা নং- ১৬(১২)১৭,  মামলা সমূহ আদালতে চলমান রয়েছে।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী  থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি মোঃ কামাল উ‌দ্দিন ব‌লেন,কুখ‌্যাত ডাকাত জাহাঙ্গীর দীর্ঘ‌দিন পলাতক থাকার পর বা‌ড়ি‌তে আসার খবর পে‌য়ে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয় ।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়