শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি-বিদেশি নামকরা ব্র্যান্ডের মোড়কে নকল প্রসাধনী, গ্রেপ্তার ৫

ডিবি

মাসুদ আলম : রাজধানীর মুগদায় তৈরি হচ্ছে দেশি-বিদেশি ব্রান্ডের নকল মেহেদী, অলিভ অয়েলসহ নানা প্রসাধনী। আর তা পৌঁছে যাচ্ছে ঢাকা শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী ও সরঞ্জামাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মহিউদ্দিন ওরফে সাগর, নাজিম হোসেন, এমকে পারভজে, আনোয়ার হোসেন ও  উজ্জল হোসেন মুকুল। তাদের কাছ থেকে নকল অলিভ অয়েল ৪০০ বোতল, উৎসব একটিভ গোল্ড মেহেদি ৩০ বক্স, কাবেরী একটিভ গোল্ড মেহেদি ২০ বক্স, নেহা ফাস্ট মেহেদি ৩০ বক্স, ক্রিম ব্রস্ট ১২০ পিস ও লুজ অলিভ ওয়েল ২০ লিটারসহ বিভিন্ন নকল প্রসাধনী ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব প্রসাধনী তৈরি করে তারা মূলত দেশের প্রত্যন্ত এলাকায় বিক্রি করতো। এর ফলে আসল পণ্য বিক্রেতারাও ক্ষতিগ্রস্ত হতো।

চক্রটি অধিক মুনাফা লাভের আশায় দেশের নামকরা বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল প্রসাধনী দ্রব্য উৎপাদন ও বিপণন করতো। এতে করে স্বনামধন্য কোম্পানিগুলোর সুনাম নষ্ট ও আর্থিক ক্ষতি হচ্ছে। 

তিনি আরও বলেন, নকল প্রসাধনী বাজারে ছাড়ার সময়ে চক্রটি ভেজাল প্রসাধনীগুলো অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল প্রতীক এবং বিএসটিআইয়ের হুবহু লোগো ব্যবহার করে তৈরি ও বিপণন করে আসছিল। আর এসব ভেজাল প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে সাধারণ ভোক্তাদের স্কিন ক্যান্সারসহ নানা রোগ ছাড়াচ্ছে।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়