শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০১:০৪ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় অভিনব কায়দায় স্বর্ণকার পরিবারকে হত্যার চেষ্টা, আটক ১

ফাইল ছবি

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিশোর গ্যাং সদস্যরা পানির ট্যাংকিতে বিষ (এন্ডিন) মিশিয়ে ৮ সদস্যের এক স্বর্ণকার পরিবারকে হত্যার চেষ্টা চালিয়েছে। বুধবার দিনগত রাতে ডেমরার রাজাখালি এলাকার স্বর্ণকার মো. শাহ্ আলম ও তার ছোট ভাই কবির হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় কবির হোসেনের স্ত্রী সেলিনা বেগম, মেয়ে কনা,ছেলে ইস্রাফিল ও মা অজুফা বেগম বিষ মেশোনো পানি পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দিলে তাদের অবস্থার কিছুটা উন্নতি হলে তারা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা গ্রহন করে। 

এদিকে ডেমরা থানা পুলিশ এ ঘটনায় জড়িত হৃদয় (১৫) নামে ওই কিশোর গ্যাংয়ের ১ সদস্যকে রাত সোয়া ১১ টার দিকে আটক করে থানায় নিয়ে যায়। হৃদয় ওই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সপ্তাহে রাজাখালি বালু নদের পাড় নিতাই চন্দ্র দাসের ছেলে আকাশ (২৫) ও হৃদয়সহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যরা স্বর্ণকার শাহ্ আলমের পাশের বাড়ীতে মুরগি চুরি করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এ বিষয়ে সালিশের দায়িত্ব পড়ে শাহ আলমের ওপর। শাহ্ আলম সাবেক বৃহত্তর ডেমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে তিনি ওই কিশোর গ্যাং সদস্যদের চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় আকাশ ও হৃদয় গ্রুপ শাহ্ আলমের সঙ্গে খারাপ আচরন কারার পাশাপাশি নির্ধারিত দিনে সালিশে অনুপস্থিত থাকে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, নেক্কারজনক এ ঘটনায় জড়িত হৃদয়কে আটক করা গেলেও আকাশ পলাতক রয়েছে। তবে তাকে দ্রুত গ্রেফতার করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়