শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০১:০৪ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় অভিনব কায়দায় স্বর্ণকার পরিবারকে হত্যার চেষ্টা, আটক ১

ফাইল ছবি

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিশোর গ্যাং সদস্যরা পানির ট্যাংকিতে বিষ (এন্ডিন) মিশিয়ে ৮ সদস্যের এক স্বর্ণকার পরিবারকে হত্যার চেষ্টা চালিয়েছে। বুধবার দিনগত রাতে ডেমরার রাজাখালি এলাকার স্বর্ণকার মো. শাহ্ আলম ও তার ছোট ভাই কবির হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় কবির হোসেনের স্ত্রী সেলিনা বেগম, মেয়ে কনা,ছেলে ইস্রাফিল ও মা অজুফা বেগম বিষ মেশোনো পানি পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দিলে তাদের অবস্থার কিছুটা উন্নতি হলে তারা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা গ্রহন করে। 

এদিকে ডেমরা থানা পুলিশ এ ঘটনায় জড়িত হৃদয় (১৫) নামে ওই কিশোর গ্যাংয়ের ১ সদস্যকে রাত সোয়া ১১ টার দিকে আটক করে থানায় নিয়ে যায়। হৃদয় ওই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সপ্তাহে রাজাখালি বালু নদের পাড় নিতাই চন্দ্র দাসের ছেলে আকাশ (২৫) ও হৃদয়সহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যরা স্বর্ণকার শাহ্ আলমের পাশের বাড়ীতে মুরগি চুরি করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এ বিষয়ে সালিশের দায়িত্ব পড়ে শাহ আলমের ওপর। শাহ্ আলম সাবেক বৃহত্তর ডেমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে তিনি ওই কিশোর গ্যাং সদস্যদের চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় আকাশ ও হৃদয় গ্রুপ শাহ্ আলমের সঙ্গে খারাপ আচরন কারার পাশাপাশি নির্ধারিত দিনে সালিশে অনুপস্থিত থাকে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, নেক্কারজনক এ ঘটনায় জড়িত হৃদয়কে আটক করা গেলেও আকাশ পলাতক রয়েছে। তবে তাকে দ্রুত গ্রেফতার করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়