শিরোনাম
◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে ◈ পাহাড়ে নতুন এক বাংলাদেশ! দুই-তিনদিনের পথ এখন পাড়ি দিচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৬ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ৯ জনের যাবজ্জীবন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে এক গৃহবধুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডিতরা হলো- বিষয়খালী এলাকার মোহাম্মদ রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও আব্দুল বাতেন।

এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে। এছাড়াও মামলায় আনোয়ার নামের একজন মারা যাওয়ায় তাকে বেকসুর খালাশ প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালি গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পাশ^বর্তি বাশবাগানে নিয়ে রাতভর ধর্ষন করে আসামীরা।

পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. বজলুর রহমান জানান, আদালত আজ রায় দিয়েছে।

১০ জনের যাবজ্জীবন কারাদন্ড হলেও একজন মারা যাওয়ার কারনে তাকে বেকসুর খালাশ প্রদান করা হয়।

সাথে বিচারক পলাতক আসামীদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তারা গ্রেফতার হলে ওই দিন থেকে সাজা কার্যকর হবে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়