শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৬ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ৯ জনের যাবজ্জীবন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে এক গৃহবধুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডিতরা হলো- বিষয়খালী এলাকার মোহাম্মদ রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও আব্দুল বাতেন।

এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে। এছাড়াও মামলায় আনোয়ার নামের একজন মারা যাওয়ায় তাকে বেকসুর খালাশ প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালি গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পাশ^বর্তি বাশবাগানে নিয়ে রাতভর ধর্ষন করে আসামীরা।

পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. বজলুর রহমান জানান, আদালত আজ রায় দিয়েছে।

১০ জনের যাবজ্জীবন কারাদন্ড হলেও একজন মারা যাওয়ার কারনে তাকে বেকসুর খালাশ প্রদান করা হয়।

সাথে বিচারক পলাতক আসামীদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তারা গ্রেফতার হলে ওই দিন থেকে সাজা কার্যকর হবে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়