শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট

বিবিসি: টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের বনভোজনের বাসে ডাকাতি ঘটেছে। মঙ্গলবার ভোরে ঘাটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে যে- ময়মিনংহের ফুলবাড়িয়ার উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চারটি বাসে করে বনভোজনের উদ্দেশে নাটোর যাচ্ছিলেন।

মঙ্গলবার ভোরের দিকে তারা ঘাটাইল এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে তিনটি বাস থামায়।

এরপর অস্ত্রের মুখে ‘জিম্মি’ করে ডাকাত দলটি বাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানিয়েছেন, ডাকাত দলে অন্তত দশজন ছিলেন এবং তাদের সবার কাছে দেশীয় অস্ত্র ছিল।

ডাকাতরা তাদের কাছ থেকে নগদ প্রায় দেখ লাখ টাকা, অন্তত এক ভরি স্বর্ণ এবং কমপক্ষে দশটি মোবাইল ফোন নিয়ে গেছে বলেও জানান তিনি।

তিনটি বাসে যখন ডাকাতি চলছিল, তখন অপর বাসের যাত্রীরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ডাকাত দলটিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।

এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ঘটেছিল। ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়